অরূপ মাধুরী

নূরজাহান শিল্পী | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৮:০৪ পূর্বাহ্ণ

রঙ তুলির আঁচড়ে

চিত্রশিল্পী এঁকে যায় মনের রঙ ক্যানভাসে

চিত্রকর্ম জীবন্ত হয়ে উঠে রূপ সৃষ্টির ছোঁয়ায়

সাদা পৃষ্ঠায় মুখগুলো গল্প হয়ে যায়

চরিত্রগুলো প্রচ্ছদে কাঁদায় হাসায়।

রঙের মিতালীতে উড়ে প্রজাপতি,

বিবর্ণ রঙ পেয়ে যায় নিপুণ তুলি

জল রঙে ভাসে খেয়া

গোধূলি, সন্ধ্যাছায়া কিংবা সূর্যোদয়

শিল্পীর ছোঁয়ায় হয়ে উঠে পূর্ণময়

ক্যানভাসে ভিঞ্চির মোনালিসা জগত সেরা চিত্র

যার হাসিতে কুপোকাত লক্ষ হৃদয় প্রেমিকমিত্র।

এস এম সুলতানের তুলিতে জমা আগামী প্রজন্ম

জয়নুল আবেদিনের তুলির আঁচড়ে

দুর্ভিক্ষ জীবন চিত্রে ঝরেছে জল আজন্ম।

চিত্রশিল্পীর পদাঙ্ক অনুসরণ করে

আবদুস শাকুর এর লোকশৈলী দর্শকদের মন মুগ্ধ করে।

পাবলো পিকাসোর আঙুলের স্পর্শে

নব প্রেরণার চেতনা জেগেছে বহিঃবিশ্বে

চিত্রশিল্পী মাধুরীমিশ্রিত অরূপ রতন

চিত্রকর্ম রস আস্বাদনের কাব্য নন্দন

সত্যম, জ্ঞানমু, অনন্তম।

পূর্ববর্তী নিবন্ধওই মায়ায় ছায়ায়
পরবর্তী নিবন্ধআহা সুখ, শান্তির মাতম