ভারতের অরুণাচলকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি করে আসা চীন প্রদেশটির ১১টি জায়গার নতুন নামকরণের চেষ্টা নিয়েছে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।
চীনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি গতকাল মঙ্গলবার বলেছেন, চীন প্রথমবার এমন চেষ্টা করছে না। আমরা এ নামকরণ মানতে রাজি নই। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তনের চেষ্টা করে বাস্তব বদলানো যাবে না। খবর বিডিনিউজের।
তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এদিন এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, চীন পুরোপুরি তার সার্বভৌমত্বের আওতায়ই জায়গার নাম বদলেছে। দক্ষিণ তিব্বত অঞ্চল চীনা ভূখন্ড।
চীনের নগর বিষয়ক দপ্তর গত ১ এপ্রিল ‘দক্ষিণ তিব্বতের কয়েকটি ভৌগলিক জায়গার নাম বদলে মানোপযোগী করার’ ঘোষণা দেওয়ার পর দু’দেশের মধ্যে নতুন এই বাকযুদ্ধ শুরু হল। নাম বদলের তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে আছে– দুটি বিস্তীর্ণ ভূমি এলাকা, দুটি আবাসিক এলাকা, দুটি নদী এবং পাঁচটি পর্বতশৃঙ্গ।
এমনকী অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের কাছাকাছি একটি শহরও। চীন একটি মানচিত্রও প্রকাশ করেছে যেখানে অরুণাচল প্রদেশের কিছু অংশকে চীনের বলে দাবি করা হয়েছে এবং এ এলাকাকে ‘জাংনান’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চীনা এবং তিব্বতি–সহ মোট তিনটি ভাষায় সরকারি বিজ্ঞপ্তি জারি করে নামবদলের এই তালিকা প্রকাশ করা হয়েছে।












