কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নাটক ‘ডলু নদীর হাওয়া’র উদ্বোধনী মঞ্চায়ন আজ বুধবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অনুষ্ঠিত হবে। নাটকটি অরিন্দম নাট্য সম্প্রদায়ের ৩১তম প্রযোজনা। এটি নির্মাণ এবং মঞ্চ পরিকল্পনা করেছেন আমিনুর রহমান মুকুল। ‘ডলু নদীর হাওয়া’ গল্পটি এক রহস্যময় আবহে গড়ে উঠেছে, যেখানে ডলু নামের একটি নদী এবং তার আশপাশের জনপদ গল্পের কেন্দ্রবিন্দু। সাতকানিয়া অঞ্চলের ডলু নদী তীরবর্তী এক দম্পতিকে ঘিরে এটি আবর্তিত। নাটকটিতে অভিনয় করেছেন মুনির হেলাল, সাবিরা সুলতানা বিনা, বিবি আয়েশা সুমি, সঞ্জয় ধর, পার্থ চক্রবর্তী, ইনান ইলহাম, চৈতী সাহা, সত্যজিৎ নন্দী, মাশরুর উশ শহীদ, জোবাইদা ইয়াছমিন শাকি, রাজদ্বীপ চৌধুরী, শিমলী দাস, কাশপি আচার্য্য পূর্ণা, সুশান্ত চৌধুরী ও সপ্তর্ষী চাকমা। আবহ সংগীত পরিকল্পনা করেছেন মইনউদ্দিন কোহেল। গীত রচনা ও সুর করেছেন ড. দীপংকর দে। আলোক পরিকল্পক ফইয়াজ নুর রাকিন। পোশাক ও দ্রব্য সামগ্রী পরিকল্পনা করেছেন সাবিরা সুলতানা বীণা ও বিবি আয়েশা। রূপসজ্জা করেছেন শাহরিয়ার হান্নান। পোস্টার করেছেন দীপংকর দস্তিদার। প্রেস বিজ্ঞপ্তি।