ব্যস্ততা আজ শহর জুড়ে
কবিতা উৎসব রাস্তার মোড়ে মোড়ে
পলাশে শিমুলে রাঙা সব,
সব আজ হলো রঙিন
অভিমান এবার তো তুই
পরিযায়ী পাখি এক আবরণহীন।
লাজ নেই, কোথাও লজ্জা নেই
বসন খোল হে সাঁই
অনুরাগে ফাগে সব রাঙিয়ে
চলো রাই অরণ্যে ফিরে যাই …
শ্যামলী মজুমদার | শুক্রবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৪০ পূর্বাহ্ণ