অযাচিত তর্ক করে দেশের স্বার্থ থেকে যেন দূরে সরে না যাই : তারেক রহমান

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

দেশের গণতন্ত্রকে যেকোনো মূল্যে ফিরিয়ে আনতে দলের সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে দলের সবাইকে অব্যাহতভাবে চেষ্টা করতে হবে, যেকোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে। যেকোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। খুলনার সার্কিট হাউস মাঠে মহানগর বিএনপির সম্মেলনে গতকাল সোমবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যদি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে বাংলাদেশ যে সর্বনাশের খাদের কিনারে চলে গেছে, সেখান থেকে উঠিয়ে আনতে সক্ষম হব। খবর বিডিনিউজের।

তারেক রহমান বলেন, আজ আমরা দলের ভেতরে গণতান্ত্রিক চর্চা করছি। দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার চেষ্টা করছি। কিন্তু এই যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের হাজারো নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, আমাদের লাখ লাখ মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, বিভিন্ন গায়েবি মামলা, মিথ্যা মামলায় হাজিরা দিতে হয়েছে, এখনো প্রতিনিয়ত আদালতে হাজিরা দিতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প শুরু
পরবর্তী নিবন্ধউপাচার্যের সাথে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ