বিষুবরেখার ওপরে অমৃতসূর্য যৌবনবসন্ত এসেছে
দখিনা হাওয়ার সিন্ধু হিন্দোলে বেণু সুমধুর শব্দ
প্রতি রাত্র চন্দ্রাহত জ্যোৎস্না তারামণিমালা ভেসেছে
পাখি চঞ্চল মুখর তীব্র কণ্ঠ কোকিল নিনাদে স্তব্ধ।
রত্নখচিত আঁখি রক্তিম ওষ্ঠাধর পদ্মিনী মুখশ্রী মদিরা
রশ্মিবসনা অপ্সরা চকিত হরিণী ভ্রুবিলাস অপরূপ ভঙ্গি
বক্ষোদেশে লীলাপদ্মবীণা সুখআলিঙ্গনে উষ্ণ অধীরা
মনে মনে দেহে দেহে রতি ও শৃঙ্গার অলকাপুরী সঙ্গী।
ফুটেছে কুরবক দোলে ফুলদল উচ্ছ্বাসে মুগ্ধ মধুকর
শ্রিংরার রসে মাধবীকুঞ্জে কৃষ্ণসার হোলি অভিসার
ক্রীড়াশৈলে মদনদহনতাপিত বিদ্যুল্লেখার পঞ্চশর
বিরহ অতল চুম্বন লোভ চোখ আনন্দ ফুলফোটার।
শতবর্ষ আগে ঋতু সংহারে ফোটেনি রবি’র প্রেমকমল
নব কবি জাগে শাপমোচনে প্রিয়েপুষ্পরাগে উজ্জ্বল।