বিবেক গেছে নির্বাসনে
মনে ঈর্ষার আগ্রাসন,
যুক্তি খোঁজে মুক্তির দ্বার
হুজুগ করে মন শাসন।
আত্মা পোড়ে অনল বাণে
শোক শুয়েছে কবরে,
বিষাদ মেঘে ভর করেছে
ঠাঁই নিয়েছে খবরে।
সুর ভাঙ্গে আজ অসুরের দল
দেবালয়ে অশৌচকাল,
উথাল সাগর শুকিয়ে গেছে
সামনে অতি মহাকাল।
আবার কি আর শুরু হবে
সব শেষেরই শিরোনাম,
আর কি হবে পূণ্যভূমি
সকল প্রাণের আলোকধাম?







