অমুক বলে তমুক দোষী তমুক বলে অমুক
সুশীল বাবু চোখ টিপে কয় জমছে খেলা জমুক
পুলিশ বলে যাবো তবে হাঙ্গামাটা কমুক
অমুক তমুক উভয় নাকি সিন্ডিকেটের প্রমুখ
আদর্শবান চাচা বলেন আমি কিছু ক’মুনা
অরণ্যেতে রোদন করে বোকা আমি হ’মুনা।
আগে পিছে দেখি সকল কিয়ামতের নমুনা
কোথায় পদ্মা কর্ণফুলি কোথায় শঙখ যমুনা
ডুবে মরুক অমুক তমুক প্রমুখকে আর স’মুনা
বেপারীদের কাছে মাথা নত করে র’মুনা
শিক্ষিত লোক সপরিবার লাগেজ বাঁধে জোরে
কানাডাতে পাড়ি দিতে নীল আকাশে ওড়ে
সোনার মতন নিজের আপন দেশটি ফেলে পিছে
হাজার ভালো থাকবে নাকি হোক বরফের নিচে
আমার দেশের মাটির রাজা কৃষক অবশেষে
মান অভিমান মনে চেপে বলেন মিষ্টি হেসে
বারো মাসে তের রকম ঝঞ্জা আছে জানি
তবু নিজের দেশের মাটি মায়ের মত মানি
আর কোথাও পাবোনাতো এমন সোনার দেশ
নিজের দেশেই নিজের মত থাকবো আছি– বেশ!