অমিয় কান্তি বড়ুয়ার পরলোকগমন

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বৌদ্ধ জনপদ করল গ্রামের ধর্মীয় উপাসক কর্ণফুলী পেপার মিলের অবসরপ্রাপ্ত চীফ কেমিস্ট অমিয় কুমার বড়ুয়া বিএসসি (৮০) বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

আজ শুক্রবার করল বৌদ্ধ মহাশ্মশানে ধর্মীয় রীতিনীতির মাধ্যমে শোকসভা শেষ করে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদন করা হবে। তিনি মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ বেতার ও টেলিভিশন গীতিকার সুর সংগীত পরিচালক ও অপু বড়ুয়া গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সহায়তা চাইলেন চসিক মেয়র
পরবর্তী নিবন্ধদণ্ড মওকুফ করে ১৬ কয়েদিকে মুক্তি