অমাবস্যার চাঁদ আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ তারার সুতোয় বোনা। অদেখা নকশীকাঁথা করুণ সুরে গাঁথা। কাজল মেঘ ঝরে অমাবস্যার চাঁদে। নক্ষত্রের সাথে বৃষ্টিরাও কাঁদে।