অমল মিত্র ও ওসমান গণি খান আমাদের অহংকার

নাগরিক শোকসভায় এমপি নোমান

| রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৭:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র ও ওসমান গনি খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, এই সাহসী দুই মুক্তিযোদ্ধা আমাদের অহংকার। যুদ্ধকালীন রণাঙ্গনের সাহসী যোদ্ধা। মৃত্যুর পরও এ দু’জন মৃত্যুঞ্জয়ী।

গত ১৯ জুলাই নগরীর দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুষ্ঠিত প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র ও ওসমান গণি খানের নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আজ একাত্তরের বীর মুক্তিযোদ্ধারা একে একে না ফেরার দেশে চলে যাচ্ছেন। যারা বেঁচে আছেন তাঁদের সকলের বয়স কমপক্ষে ৭০ ছুঁই ছুঁই। স্বাধীনতার জন্য তাঁদের কীর্তি ও ত্যাগের মহিমাকে নতুন প্রজন্মকে জানান দেয়ার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

যুদ্ধকালীন গ্রুপ কমান্ডার কাজী আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক শোকসভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, আলহাজ মোহাম্মদ ইউসুফ, এম কে রায়, কিরন লাল আচার্য, বিজয় ধর, মো. জমির, অঞ্জন সেন, দীপংকর চৌধুরী কাজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান নুরুল হুদা চৌধুরী। সভায় সদ্য প্রয়াত এই দু’জন মুক্তিযোদ্ধার নামে দু’টি সড়কের নামকরণ করার জন্য মেয়রের প্রতি আবেদন জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণেল আবু তাহের স্মরণে জাসদের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে চোরাই ল্যাপটপ, মোবাইলসহ গ্রেপ্তার ২