অমর একুশে বইমেলা–২০২৬–এর পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রকাশক ও অন্যান্য অংশীজনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে অমর একুশে বইমেলার নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে একাডেমি সূত্র জানিয়েছে।
গতকাল রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত ‘অমর একুশে বইমেলা ২০২৬–এর তারিখ বিষয়ক’ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা–২০২৬ এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। খবর বাসসের।