অমর একুশে বইমেলার তারিখ স্থগিত

| সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

অমর একুশে বইমেলা২০২৬এর পূর্বনির্ধারিত তারিখ স্থগিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ। প্রকাশক ও অন্যান্য অংশীজনের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে অমর একুশে বইমেলার নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে একাডেমি সূত্র জানিয়েছে।

গতকাল রোববার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত ‘অমর একুশে বইমেলা ২০২৬এর তারিখ বিষয়ক’ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা২০২৬ এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। খবর বাসসের।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে গোয়াল ঘর থেকে গরু চুরি
পরবর্তী নিবন্ধ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাঁশখালীতে লিফলেট বিতরণ