অভয়ারণ্যে বালু উত্তোলনের দায়ে বালু ভর্তি গাড়ি জব্দ

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১১ অক্টোবর, ২০২৫ at ১০:০৮ অপরাহ্ণ

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিট এলাকা থেকে বালু উত্তোলনের দায়ে অবৈধ বালুসহ একটি ড্রাম ট্রাক জব্দ করেছে বন বিভাগ। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১১টায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাফার এলাকায় বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদারের নেতৃত্বে একটি টহল দল টহল কালীন সময় একটি বালু ভর্তি ড্রাম ট্রাক দেখতে পান।

যেহেতু বালু উত্তোলন বন্ধ থাকায় বালুর বৈধতা যাচাই করার উদ্দেশ্যে সংকেত দেওয়া হয়। সংকেত উপেক্ষা করে চালক কিছুদূর অগ্রসর হয়ে বালু ভর্তি ড্রাম ট্রাকটি ফেলে পালিয়ে যায়। এরপর বালুর কোন প্রকার বৈধতা না থাকায় বালু ভর্তি ড্রাম ট্রাকটি বিট কর্মকর্তা কর্তৃক জব্দ করতঃ অবৈধ বালু ভর্তি ড্রাম ট্রাকটি স্বীয় ব্যবস্থাপনায় রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসা হয়। বালু উত্তোলনের স্থানের বিষয়ে অধিকতর তদন্ত করে জানা যায় যে, অভয়ারণ্য সংলগ্ন কূলপাগলী ছড়া নামক ব্যক্তিমালিকানাধীন এবং খাস খতিয়ান ভূক্ত জায়গা হতে অবৈধভাবে বালু উত্তোলন করছে।

বিষয়টি সম্পর্কে রেঞ্জ কর্মকর্তা গাজী বাহার উদ্দিন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এবং উপজেলা নির্বাহী অফিসার, লোহাগাড়া মহোদয়কে অবহিত করেন।

অভিযানের বিষয়ে বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের খুঁজে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির ‘এ’ ইউনিট কমিটি গঠনকল্পে কর্মীসভা
পরবর্তী নিবন্ধআমার স্বপ্ন,আমার অঙ্গীকার,এমপি হবে জনতার-জমিয়তে প্রার্থী মাও. নাছির উদ্দিন মুনির