বলুয়ারদিঘী পাড় অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের কার্যকরী সভা গত ৩ ডিসেম্বর জামালখানস্থ একটি কনভেনশন হলে সংগঠনের সভাপতি জহর লাল হাজারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী কিষাণ। সভার শুরুতে পরিষদের সহসভাপতি প্রয়াত অজয় কুমার বণিক ও অর্থ সম্পাদক রতন আচার্যের মাতা পুষ্পবালা আচার্যের মৃত্যুতে শোক প্রস্তাব ও তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সভায় আসন্ন পার্বতী সুহৃদ মাতার ৬৪তম তিরোধান উৎসব বিশ্বব্যাপী করুনা ভাইরাসের কারণে এবার শুধু পূজা ও মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে অনাড়ম্বরভাবে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া মহাশ্মশানের সংস্কার ও উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচকপাত করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর পূজা পরিষদের সভাপতি অ্যাড. চন্দন তালুকদার, জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দে, কর্মকর্তা দিলীপ কান্তি দত্ত, প্রকৌশলী হারাধন আচার্য্য, রতন আচার্য্য, ডা. বিধান মিত্র, সুভাষ চন্দ্র দাশ, নরেশ চন্দ্র হালদার, কালীপদ দাশ লুলু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।