অভ্যুদয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগীত সন্ধ্যা

| মঙ্গলবার , ৯ মে, ২০২৩ at ৬:২৩ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথের প্রেম, প্রকৃতি ও পূজা পর্যায়ের গান নিয়ে মন মাতানো এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছে অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীরা। গত শনিবার সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক অজিত রায়ের হাতে গড়া সংগঠনটির পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়। শুরুতে অভ্যুদয় সংগীত অঙ্গনের পরিচালক শিল্পী শ্রেয়সী রায় বলেন, যুদ্ধ, আগ্রাসন, হিংসা, দ্বেষ, হানাহানি, বিভেদ, বৈষম্য, গোঁড়ামি, প্রবাঞ্চনায় মানবতা আজ পর্যুদস্ত। শান্তি আর মৈত্রী সুদূর পরাহত। মানবতার এই সংকটে ও সংশয়ে রবীন্দ্র ভাবনা আজ অপরিহার্য। তিনি বলেন, প্রেমের কবি রবীন্দ্রনাথ বিশ্বপ্রেম, বিশ্বধর্ম আর মানবধর্মের কথা বলেছেন । সকল ভেদাভেদ ও সংকীর্ণতার বোধের ঊর্ধ্বে স্থান দিয়েছেন মানবাত্মার। শিল্পীদের সমবেত পরিবেশনায় শুরু হয় ‘প্রাণের বন্ধু, বুকের বন্ধু, সুখের বন্ধু দুখের বন্ধু’ শীর্ষক অনুষ্ঠান। ‘তোমারি মধুর রূপে ভরেছ ভুবন/ মুগ্ধ নয়ন মম, পুলকিত মোহিত মন’ উদ্বোধনী গানটি মনযোগ কেড়ে নেয় দর্শকদের। এরপর শিল্পীরা একে একে গেয়ে শোনান ‘সীমার মাঝে অসীম তুমি’, তবু সদা দূরে ভ্রমিতেছি আমি’, ‘চির বন্ধু চির নির্ভর চিরশান্তি তুমি হে প্রভু’ ইত্যাদি গান।

কীর্তন রাগে দাদরা তালে শিল্পীদের সমবেত পরিবেশনা, ‘কে বলেছে তোমায় বধূ এত দুঃখ সইতে/ আপনি কেন এলে বধূ আমার বোঝা বইতে’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা,’ ‘প্রাণের বন্ধু, বুকের বন্ধু/ সুখের বন্ধু, দুখের বন্ধু’ গানগুলোতে হারিয়ে যায় দর্শক প্রাণ। পুরো অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় প্রয়াত শিল্পী মিহির নন্দীকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২০ দিনে ১ কোটিতে ‘খেলা হবে’
পরবর্তী নিবন্ধপেরুতে স্বর্ণের খনিতে আগুন, নিহত ২৭