অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্র মন্ত্রণালয়

ধানমন্ডি ৩২

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ঘটনায় ভারত সরকারের দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র রফিকুল আলম বলেছেন, আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতি উদ্ভব হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য দেয় না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। খবর বিডিনিউজের।

ভারতের বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল রোববার অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান পুনরায় তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত। রফিকুল আলম বলেন, আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রীর ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছেন না। গত ৫ ফেব্রুয়ারি তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়, সে বিষয়ে অন্তর্বর্তী সরকার এর মধ্যে অবস্থান পরিষ্কার করেছে।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলবের বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।

পূর্ববর্তী নিবন্ধডেভিল হান্টে গ্রেপ্তার ১৩০৮
পরবর্তী নিবন্ধশ্রীমাই পাড়ের দুঃখ এবার ঘুচবে