তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজমুকুট পরিয়ে ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করার জমকালো অনুষ্ঠানে নেই তার পুত্রবধূ ডাচেস অব সাসেক্স মেগান মার্কল। বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে জানিয়েছে, শনিবারের আড়ম্বরপূর্ণ রাজ্যাভিষেকের এই অনুষ্ঠানে মেগান থাকছেন না। বাবার জীবনের ঐতিহাসিক এই দিনটিতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একাই যোগ দেবেন ছেলে হ্যারি। মেগান তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেটের দেখভালের জন্য আছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। মেগানের অনুপস্থিতির কারণ হিসেবে বলা হচ্ছে, রাজ্যাভিষেকের দিনটি আর্চির চতুর্থ জন্মদিনেই পড়েছে। খবর বিডিনিউজের।
মেগানের এক বন্ধু পিপপল ম্যাগাজিনকে জানিয়েছেন, মেগানের ভাষ্য হল অভিষেক অনুষ্ঠানকে ঘিরে অতিরিক্ত নজরদারি চলছে। বাবা ও ভাই প্রিন্সেস অব ওয়েলস উইলিয়ামের সঙ্গে হ্যারির সম্পর্কের টানপোড়েনের মধ্যে অভিষেক অনুষ্ঠানে মেগানের অনুপস্থিতি রাজপরিবারের সঙ্গে তাদের দূরত্বকে আরও স্পষ্ট করে তুলছে। গত সেপ্টেম্বরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তার শেষকৃত্যে স্বামী–সন্তানের সঙ্গে মেগানও ছিলেন। সে সময় কালো পোশাক পরা মেগানকে দস্তানা হাতে চোখ মুছতেও দেখা গেছে। শেষকৃত্য চলাকালে উইলিয়াম, তার স্ত্রী ও সন্তানেরা প্রথম সারিতে বসেছিলেন। দ্বিতীয় সারিতে প্রিন্স হ্যারির সঙ্গে বসেছিলেন মেগান।












