নতুন দল হিসেবে প্রথমবারের মত আইপিএলে খেলতে এসেছে গুজরাট টাইটান্স। আর এসেই চমক দেখালেন হার্দিক পান্ডিয়ার দল। মঙ্গলবার রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে ফাইনাল খেলা নিশ্চিত করে গুজরাট। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট জিতেছে ৭ উইকেটে।
অবশ্য এই ম্যাচে হারলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে রাজস্থানের। ব্যাঙ্গালুরু-লক্ষ্ণৌ এর মধ্যকার ম্যাচে বিজয়ী দলের সাথে খেলবে রাজস্থান। টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই রাজস্থান হারায় যাশাসবি জসওয়ালকে। তবে শেষ পর্যন্ত বাটলার, স্যামসনদের ঝড়ো ব্যাঠিংয়ে শেষ পর্যন্ত ১৮৮ রান সংগ্রহ করে রাজস্থান। ৫৬ বলে ৮৯ রান করেন জস বাটলার।
এছাড়া স্যামসন ২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৭ এবং দেবদুত পাড়িক্কাল ২টি করে চার-ছক্কায় ২০ বলে ২৮ রান করেন। জবাবে ব্যাট করতে নামা গুজরাট শুরুতেই উইকেট হারালেও ডেভিড মিলারের ঝড়ে সহজ জয় পায়। শেষ ওভারে পরপর তিন বলে তিন ছক্কা মেরে দলকে ফাইনালে নিয়ে যান মিলার। তিন বল বাকি থাকতে ৭ উইকেটের জয় তুলে নেয় গুজরাট। ৩৮ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন মিলার। আর অধিনায়ক হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন ২৭ বলে ৪০ রান করে। এছাড়া শুভমান গিল এবং ম্যাথু ওয়েড উভয়েই করেন ৩৫ রান করে।