অভিশংসন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে : ট্রাম্প

ইউটিউব চ্যানেল স্থগিত

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৮:০৬ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের নজিরবিহীন হামলার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। খবর বাংলানিউজের।
এরই মধ্যে তাকে দ্বিতীয়বার অভিশংসনের প্রক্রিয়া শুরু করায় তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অভিশংসন ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়, ক্যাপিটলে হামলার পর গত মঙ্গলবার প্রথম জনসমক্ষে দেওয়া বক্তৃতায় একথা বলেন ট্রাম্প।
ইউটিউব চ্যানেল এক সপ্তাহ স্থগিত : ফেইসবুক, টুইটারের পর এবার গুগলের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব কর্তৃপক্ষও ডোনাল্ড ট্রাম্পের ওপর খড়্‌গহস্ত হলো। মঙ্গলবার টুইটারে এক ঘোষণায় ইউটিউব জানিয়েছে, ‘নতুন করে সহিংসতার শঙ্কা থাকায়’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের চ্যানেল তারা অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখছে। ইউটিউবের ঘোষণায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা সামপ্রতিক একটি ভিডিও তাদের একটি নীতিমালা ভঙ্গ করেছে।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে অনুশীলনে নামছে উইন্ডিজ দল
পরবর্তী নিবন্ধকরোনার টিকার দ্বিতীয় ডোজ নিলেন বাইডেন