মীরসরাই পৌরসভার নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি। উক্ত পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন। তবে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে রয়েছেন ৩৯ জন প্রার্থী। প্রতিটি ওয়ার্ডেই নির্বাচনী আমেজ জমে উঠলেও অনেক ওয়ার্ডেই উত্তেজনা বিরাজ করছে বলে পরস্পরের অভিযোগে জানা গেছে। কয়েকটি ওয়ার্ডে ইতোমধ্যে হামলা ও পাল্টা হামলার অভিযোগও রয়েছে। কেউ কেউ পরস্পরের অভিযোগ মিথ্যে বলেও দাবি করছেন। এ অবস্থায় পর্যবেক্ষক মহল সংঘাতের আশংকা করছে। আবার প্রশাসন বলছে- কোন শংকাই নেই, ভোট হবে সুষ্ঠু, অবাধ ও নির্বিঘ্নে । ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকের ইসলাম রাজু ( ডালিম প্রতীক) গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন- প্রতিপক্ষ প্রার্থী নিজাম উদ্দিন ( উটপাখি প্রতীক) আমার পোস্টার, ব্যানার ও বিভিন্ন প্রচারপত্র ছিঁড়ে ফেলছে, আমার কর্মী-সমর্থকদের হুমকি দিচ্ছে। এসময় রাজুর পক্ষের সমর্থক মো. ইলিয়াছ লিখিত বক্তব্যে জানান- আমাদের প্রার্থী ও তাঁর লোকজনের নামে অপপ্রচারও করছেন নিজাম উদ্দিন। এবিষয়ে নিজাম উদ্দিন জানান-এমন বক্তব্য সঠিক নহে। আবার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিন (টেবিল ল্যাম্প) গত সোমবার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান- তাঁর প্রতিপক্ষ জহির উদ্দিন ( উট পাখি) তাঁর কর্মী সমর্থকদের উপর হামলা করছে। তবে এবিষয়ে জহির উদ্দিন বলেন- আমার কর্মীরাই উল্টো হামলার শিকার হচ্ছে। সব মিলিয়ে পুরো মীরসরাই পৌরসভার প্রতিটি ওয়ার্ডেই উত্তেজনা ও পরস্পর হামলার অভিযোগ রয়েছে। পর্যবেক্ষক মহল আশংকা করছে ২৮ ফেব্রুয়ারি নির্বাচনের দিন এখানে প্রায় ওয়ার্ডেই গোলযোগ হবার সম্ভাবনা রয়েছে। এবিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান জানান- মীরসরাই পৌরসভার প্রায় সকল ওয়ার্ড থেকেই অসংখ্য লিখিত অভিযোগ ও পাল্টা অভিযোগ আমরা পেয়েছি। সরকারি সংশ্লিষ্ট বিভাগও জানিয়েছে, কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তবে ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী সকল কেন্দ্রের নিরাপত্তায় সচেষ্ট থাকবে। তাই কোথাও কোন প্রকার গোলযোগের আশংকা নেই। তিনি বলেন- ভোটাররা এবার সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে তাদের রায় প্রদান করবেন এমনটাই আশা করছি।