ধর্ষণের পর শিশু হত্যার ঘটনায় এক রিকশাচালককে খুঁজছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া রিকশাচালকের সেই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সহযোগিতা কামনা করেছে বন্দর থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই মাসুদুর রহমান বলেন, ধর্ষণ ও হত্যায় জড়িত ওই রিকশাচালককে চিহ্নিত করেছি আমরা। আশা করছি তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে অচিরেই। সে স্থানীয় হলে তাকে গ্রেপ্তার সহজ হতো। কিন্তু রিকশা নিয়ে সে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অবস্থান করায় তাকে গ্রেপ্তারে সময় লাগছে।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর সকালে খালার বাসায় যাওয়ার কথা বলে শিশুটি অন্য এক শিশুর সঙ্গে বাড়ি থেকে বের হয়। বড়পোল এলাকায় গেলে ওই রিকশাচালক বিরিয়ানি কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে রিকশায় তুলে নিয়ে যায়। সাথে থাকা শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি ওই শিশুর মাকে জানায়। পরে তাকে খুঁজতে বের হন স্বজনরা। না পেয়ে রাতে মাইকিং করা হয়। পরদিন বেলা ১১টার দিকে পোর্ট কলোনির পরিত্যক্ত বাসায় শিশুটির লাশ দেখতে পায় স্থানীয়রা।