অভিযুক্ত যুবদল কর্মী গ্রেপ্তার

চকরিয়ায় কলেজছাত্রীকে ধর্ষণ

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চকরিয়ার ডুলাহাজারায় কলেজ থেকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে ধর্ষণ এবং সেই ধর্ষণের চিত্র ধারণের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আলোচিত এই ধর্ষণের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা রুজু করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে ধর্ষক শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়কে (২৫) নিজ ইউনিয়ন ডুলাহাজারার উলুবুনিয়া এলাকা থেকে আটক করা হয়। মামলা রুজুর পর তাকে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ইউনিয়ন যুবদলের কর্মী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সম্প্রতি কলেজ থেকে ফেরার পথে এইচএসসি পড়ুয়া ওই শিক্ষার্থীকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে হৃদয় ও তার সাঙ্গোপাঙ্গরা। পরে ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়। যদি বরখেলাপ হয় তাহলে ধর্ষণের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সেই ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর ওই শিক্ষার্থী লোকলজ্জার ভয়ে আত্মহননের চেষ্টাও করে কয়েকবার।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব চন্দ্র সরকার দৈনিক আজাদীকে বলেন, কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ এবং ভিডিওচিত্র ধারণসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর দায়ে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু করা হয়েছে। আটক ধর্ষক শাহরিয়াজ মোহাম্মদ হৃদয়কে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ঘটনায় জড়িতরা যত বড় প্রভাবশালীই হোক না কেন বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে পুলিশ ফাঁদ পেতে এক ধর্ষককে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ঝড়ের শঙ্কা
পরবর্তী নিবন্ধবিএনপির এক দফা হালে পানি পায়নি : তথ্যমন্ত্রী