অভিযুক্ত দুজন পেয়েছেন বিভাগ

চবির ভর্তি পরীক্ষায় প্রক্সি

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি ইউনিটের পরীক্ষায় বদলি পরীক্ষা (প্রক্সি) দিয়ে দুজন উত্তীর্ণ হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত দুজন পছন্দক্রম অনুযায়ী ভর্তির জন্য বিভাগ পেয়েছেন। গত রোববার চবি স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পছন্দক্রম প্রকাশিত তালিকায় তাদের নাম রয়েছে। এর মধ্যে ডি ইউনিটে ৭৯তম হওয়া মো. আশিক হোসাইন পেয়েছেন আইন বিভাগ এবং ২৪৯তম হওয়া মো. ফরহাদ হোসাইন পেয়েছেন অর্থনীতি বিভাগ। এর আগে গত ১ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকারের সময় গোপন তথ্যের ভিত্তিতে মোস্তফা কামাল (১৯) নামে জালিয়াতি করে উত্তীর্ণ এক শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জিজ্ঞাসাবাদে মোস্তফা কামাল জানান, একই উপায়ে তার দুই বন্ধু ফরহাদ ও আশিক চবির ডি ইউনিটে উত্তীর্ণ হয়েছেন।
বিষয়টি জানার ১৩ দিন পেরিয়ে গেলেও এখনও তদন্ত কমিটি গঠন করেনি চবি কর্তৃপক্ষ। ডি ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মুস্তাফিজুর রহমান সিদ্দিকী বলেন, বিষয়টি কেন্দ্রীয় ভর্তি কমিটিকে জানিয়েছি।
এ বিষয়ে তারা সিদ্ধান্ত দেবেন।প্রক্টর ড. রবিউল হাসান ভুঁইয়া বলেন, তাদের সকল তথ্য যাচাই-বাছাই করে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবইপড়ুয়া তারুণ্য মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পারে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে দুর্ঘটনায় শিশুর মৃত্যু চালক আটক