নগরীর ডবলমুরিং, হালিশহর ও কুমিল্লায় অভিযান চালিয়ে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লার দাউদকান্দির বেলানগর গ্রামের মৃত হাসমত আলীর ছেলে ডাকাত সরদার মো. মামুন (৩৪), তার সহযোগী আলী (৩৮), রাসেল (২৫) ও এনায়েত উল্লাহ ওরফে শান্ত (২৮)। গ্রেপ্তারের পর তাদের গতকাল সকালে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় সোপর্দ করা
হয়েছে বলে জানিয়েছেন র্যাব–৭–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি জানান, গত ৫ জানুয়ারি ভূজপুর থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে বেঁধে রেখে এবং অস্ত্রের ভয় দেখিয়ে দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদলের সদস্যরা প্রায় এক লাখ শলাকা আবুল
বিড়ি, ৭৮ হাজার শলাকা ম্যারিজ সিগারেট, নগদ দুই লাখ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে। এ ঘটনায় ভূজপুর থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়াতদন্ত করে র্যাব। পরে চট্টগ্রামের হালিশহর, ডবলমুরিং ও কুমিল্লায় অভিযান চালিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ডাকাতির সাত হাজার ৮০০ শলাকা ম্যারিজ সিগারেট ও ৩৬ হাজার টাকা উদ্ধার করা হয়।