অভিযানে ডাব রেখে পালালো বিক্রেতারা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

বেশি দামে ডাব বিক্রি ও মজুদের দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার দুই ব্যবসায়ীকে মোট ৩০ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার। অভিযানের সময় অনেক বিক্রেতা ডাব রেখে পালিয়ে যান।

অভিযান প্রসঙ্গে মো. ফয়েজ উল্ল্যাহ বলেন, রাইসা মেডিকেল নামের ওষুধের দোকানে ডাব বিক্রি হচ্ছিল। তবে তাদের কাছে ডাব কেনার কোনো ভাউচার নেই। তারা প্রতি পিস ডাব ১৫০ টাকায় বিক্রি করছিল। এছাড়া ফার্মেসিটির সামনে মাত্র ৪টা ডাব রাখা ছিল। ফার্মেসিতে সাধারণত ডাব বিক্রি করতে দেখা যায় না। আমরা ভিতরে গিয়ে দেখি আরো বেশকিছু ডাব সেখানে মজুদ করা রাখা হয়েছে। কৃত্রিম সংকট দেখিয়ে তারা নিয়ন্ত্রিত ব্যবসা করছিল। এছাড়া রাইসা মেডিকেল ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও বিক্রি করছি। এই দুই কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে এছাড়া হৃদয়ের দোকানে ৬০ টাকায় ডাব কিনে ১০০ টাকায় বিক্রি করার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে চকবাজার এলাকার ফুলকলি সুইটসকে আমদানিবিহীন পণ্য বিক্রি ও মোড়কীকরণ বিধি লঙ্ঘন করায় ৪ হাজার জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে ৬ পুকুরসহ ৮ একর সরকারি জায়গা উদ্ধার
পরবর্তী নিবন্ধগভীর রাত পর্যন্ত বিদ্যুৎ ছিল না মেমন হাসপাতালে