অবশেষে নগরের ঘাটফরহাদবেগস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল থেকে টেরিবাজার পর্যন্ত সড়ক ও দেয়ালে অবৈধভাবে লাগানো সাইনবোর্ডগুলো উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরশন। গতকাল সকালে সংস্থাটির রাজস্ব বিভাগের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। একই অভিযানে বহদ্দারহাট, চকবাজার, জিইসি মোড়, রিয়াজুদ্দিন বাজার, নিউমার্কেট এলাকা এবং টেরিবাজার থেকেও তিন শতাধিক অবৈধ সাইনর্বোড উচ্ছেদ করা হয়। বিষয়টি নিশ্চিত করে অভিযানে নেতৃত্ব দেয়া চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম দৈনিক আজাদীকে বলেন, যত্রতত্র সাইনবোর্ডের কারণে নগরের সৌন্দর্যহানি ঘটছে। তাই সাইনবোর্ড উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। এটা চলমান থাকবে। প্রসঙ্গত, গত ২৬ অক্টোবর দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘নগরে সাইনবোর্ডের জঞ্জাল ॥ নির্বিকার চসিক’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দৈনিক আজাদীতে প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতে অভিযান চালানো হয় বলে চসিকের জনসংযোগ শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, সৌন্দর্যবর্ধন ও ভূ-প্রাকৃতিক বৈশিষ্ট্য রক্ষা করে চট্টগ্রামকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতিবন্ধক হচ্ছে অপরিকল্পিত ও অবৈধ সাইন বোর্ড।
চসিকের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, সাইনবোর্ড স্থাপনে সিটি কর্র্পোরেশনের রাজস্ব শাখা থেকে অনুমতি নিতে হয়। প্রতি বর্গফুট সাইনবোর্ডের জন্য সরকার নির্ধারিত ফি ৮০ টাকা। অভিযোগ আছে, একটি সাইনবোর্ডের অনুমতি নিয়ে দুই থেকে তিনটি পর্যন্ত সাইনবোর্ড স্থাপন করছে ব্যবসায়ীরা। এতে একদিকে চসিক রাজস্ব হারাচ্ছে অন্যদিকে সৌন্দর্যহানির কারণ হয়ে উঠছে সাইনবোর্ডগুলো।










