নগরীর চান্দগাঁওয়ের পশ্চিম মোহরা এলাকায় আইকিউ ফুড প্রোডাক্ট নামের একটি ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পশ্চিম মোহরা ধুপপুর এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চট্টগ্রাম মেট্রোর (এনএসআই) তথ্যে এ অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান।
জানা যায়, অভিযানে ৩০০ কেজির মত ভেজাল ঘি তৈরির উপকরণ ধ্বংস করা হয়। যার মূল্য ২ লাখ টাকার মত। এ সময় ভেজাল ঘি তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে গোপনে দেশের নামি–দামি ব্র্যান্ডের ঘি তৈরি করে সারাদেশে সরবরাহ করে আসছে। আইকিউ ফুড প্রোডাক্টসের ভেজাল ঘি এর ক্রেতা নামিদামি হোটেলগুলো।