অভিযানের পরও বন্ধ হচ্ছে না অবৈধভাবে পাহাড় কাটা

বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ৩১ মার্চ, ২০২৩ at ৫:০১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে প্রশাসনের অভিযানের পরও অবৈধভাবে পাহাড়ি মাটি কাটা বন্ধ হচ্ছে না। পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, খানখানাবাদ, বাহারছড়া, কাথরিয়া, সরল, বৈলছড়ি, পৌরসভার জলদী, শীলকূপ, গন্ডামারা, চাম্বল, শেখেরখীল, পুইছড়ি ও ছনুয়া এলাকায় অবৈধভাবে এসব মাটি কাটা হচ্ছে। পুঁইছড়ি ছাড়াও আরও ৮/১০টি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ কাজ চালিয়ে যাচ্ছে একটি চক্র।

গতকাল বৃহস্পতিবার বিকালে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে উপজেলার প্রেম বাজার ও চাম্বল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ৯টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে পুঁইছড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবৈধভাবে উত্তোলিত মাটি পরিবহনে ব্যবহৃত একটি ড্রাম ট্রাক ও চাম্বল বাজারে বনের কাঠ পরিবহনে ব্যবহৃত অপর একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরী বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সব সময় জোরালো ভূমিকা পালন করে আসছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকের বিরুদ্ধে নয়, মামলা অন্যায়ের বিরুদ্ধে : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম গ্রেফতার