ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ভুয়া চিকিৎসককে এক বছর ও এক ফার্মেসি মালিককে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। ইবনে সিনা নামে ওই ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স না থাকার পাশাপাশি ফার্মেসি মালিক নিজে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিমের নেতৃত্বে উপজেলার হেয়াকোঁ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত হেয়াকোঁ বাজারের পল্লি ডায়াগনস্টিক সেন্টার ও ইবনে সিনা ফার্মেসির মালিক হেদায়েত উল্লাহকে তিন মাস এবং ভুয়া চিকিৎসক রমজান আলী মন্ডল প্রকাশ আর এ মন্ডলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। ফার্মেসি মালিক হেদায়েত উল্লাহ নিজে ডাক্তার না হয়েও নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতেন। অন্যদিকে রমজান আলী মন্ডল এমবিবিএস ডাক্তার সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেবার মান, লাইসেন্স নবায়ন প্রভৃতি বিষয় মনিটরিংয়ের অংশ হিসেবে হেয়াকোঁ বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ফার্মেসি মালিক হেদায়েত উল্লাহ নিজের নামের আগে ডাক্তার পদবী ব্যবহারের পাশাপাশি ড্রাগ লাইসেন্স ছাড়া ফার্মেসি পরিচালনা করে আসছিলেন। রমজান আলী মন্ডল নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তিনি মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে চেম্বার ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জনসাধারণ ধরে আমাদের হাতে সোপর্দ করে।