অভিমানি বন্ধুত্ব

অভি দাশ লাভলু

| রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:২৩ পূর্বাহ্ণ

কত শত সম্পর্কের বিচ্ছেদ ঘটে দেখি রোজ অভিমান নামক মাঠে, যে যার ইচ্ছে মত চলছে সম্পর্কের মরিচিকা ধরছে, না বলা কথার ফাঁদে সে তার মত ভালো আছে ইচ্ছে মত হাঁসে মনের আনন্দে গাই গান, বেশ মন্দে কাটছে প্রহর সব স্বপ্নগুলো অগোছালো হয়ে পড়ছে, সে বলে কথা অন্যের সনে সম্পর্কের বেধেঁছে জোড়া তাকে বিহীন শূন্য মনে হয় বুনে রাখি তার জন্য শিউলি বেলির খোঁপার ও কানের মালা, সে দেখি বড্ড খুশিতে আছে ভাঙাতে চায়না আমার অভিমান। আমি ও তবে বন্ধুতের সম্পর্কের দিলাম বিসর্জন অগাধ দুঃখ পেলাম প্রতিদান, কারো সনে বন্ধুতের বাঁধ বাধতে হলে প্রয়োজন নাহি প্রিয়জন ভাব তাঁকে, শত সুখে দুঃখে হাসবে সে অভিমান ভাঙাবে তোমায় হেঁসে, সব বন্ধু যদি এমন হয় তবে বন্ধুতের হবে বদনাম, তোমার আঁড়ি ফিরিয়ে নিয়ে তুমি গাও একসাথে বন্ধুতের ভালোবাসার গান, একই সনে মিলিত হও সব ভুলে ওই চাঁদের পাশে থাকা নক্ষত্র তাঁরার মত বন্ধু ভেবে।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধজীবন সুন্দর তো পৃথিবী সুন্দর