ফেনী জেলা সমিতি চট্টগ্রামের মেধাবৃত্তি পরীক্ষা গতকাল শনিবার নগরীর একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি এন.সি.সি. ব্যাংকের চেয়ারম্যান সমিতির সভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম। তিনি বলেন,অভিভাবকদের সন্তানদের প্রতি অধিকতর যত্নশীল হতে হবে। সহ–সভাপতি আবদুল মন্নান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আপিল বিভাগের কর কমিশনার সামিনা ইসলাম। তিনি বলেন,পরিবার হতে দিকনির্দেশনা থাকলে ছেলে মেয়েরা কোন দিন বিপথগামী হয়না। সভাপতির বক্তব্যে আবদুল মন্নান মজুমদার বলেন, তোমরাই একদিন গড়ে তুলবে একটি পরিচ্ছন্ন সুন্দর মেধাবী দুর্নীতি মুক্ত সমাজ। মোহাম্মদ কামরুল মোর্শেদ তমালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক মো. মহিউদ্দিন মিলন। বক্তব্য রাখেন মেধাবৃত্তি কমিটির সদস্য সচিব জিন্নাহ চৌধুরী। শোক প্রস্তাব পাঠ করেন সমিতির সহ–সভাপতি মো. আবদুল হাই মাসুম।বক্তব্য রাখের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবদুল হক।শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জসিম উদ্দিন মজুমদার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মাইমুনা আক্তার, জাকিয়া সুলতানা, সুমাইয়া সরকার প্রমুখ। অনুষ্ঠানে ১৫৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে সনদপত্র, ক্রেস্টসহ ৫ লক্ষাধিক টাকার বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।