অভিনয়শিল্পী শাহীনূর সরোয়ারকে স্মরণ

| শুক্রবার , ৯ ডিসেম্বর, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা শাহীনূর সরোয়ার স্মরণে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হল ‘শ্রদ্ধা ভালবাসায় স্মরি হে গুণি’ শীর্ষক স্মরণানুষ্ঠান।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দীন সিকদারের সভাপতিত্বে ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহ্‌ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শাহীনূর সরোয়ারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্মৃতিচারণ করেন নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া, আকবর রেজা, মুনির হেলাল, সাইফুল আলম বাবু, সাহিদ উদ্দীন, বিকিরণ বড়ুয়া, শামসুল কবীর লিটন, নাজিমু্‌দ্িদন শ্যামল, মনসুর মাসুদ, মীর রেজওয়ান হোসেন টিপু, অসীম দাশ, শুভ্রা বিশ্বাস, তাপস শেখর, জয় প্রকাশ চৌধুরী, সুজিত দাশ বাপ্পী, দিলরুবা খানম, শাহিন, কংকন দাশ, প্রদীপ পদওয়ানজী, মঈন উদ্দীন কোহেল, রওশন জান্নাত রুশ্নী প্রমুখ।

বক্তাগণ বলেন, শাহীনূর সরোয়ার মঞ্চ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্রের একজন দুর্দান্ত অভিনয় শিল্পী এবং রূপসজ্জা শিল্পীই ছিলেন তা নয় তিনি ব্যক্তিমানুষ হিসেবে তিনি একজন বহুমূখী ও সৃজনশীল প্রতিভার অধিকারী ছিলেন। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে এক শুণ্যতা সৃষ্টি হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি গণিত অ্যালামনাই এসোর সভা আজ
পরবর্তী নিবন্ধসোনালী ব্যাংক সদরঘাট শাখার কৃষি ঋণ বিতরণ বিষয়ক অনুষ্ঠান