অভিনেত্রী চমককে বয়কট ডিরেক্টরস গিল্ডের

ওরা আমাকে বহিষ্কার করার কে? চমক

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৪ পূর্বাহ্ণ

সহশিল্পীর বিরুদ্ধে অনৈতিক সুবিধা চাওয়ার অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়া অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের সঙ্গে আগামী তিন মাস কোনো ধরনের কাজ না করার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। আগামী ১ সেপ্টেম্বর থেকে পরবর্তী তিন মাস পর্যন্ত অভিনেত্রীকে সকল প্রকার কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা নিয়ে মোটেই চিন্তিত নন অভিনেত্রী। উল্টো ডিরেক্টর গিল্ডসকেই হুমকি দিয়ে বসলেন তিনি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে চমককে নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় ডিরেক্টরস গিল্ড। এর কয়েক ঘণ্টা পরেই গণমাধ্যমে চমক বলেন, নিষিদ্ধ করার সিদ্ধান্তে আমার কিছু যায়আসে না। তিনি বলেন, ডিরেক্টরস গিল্ডস আমাকে নিষিদ্ধ করার কে? তারা তো আদালত না যে খুশি মতো রায় দিয়ে দেবেন। একটি সংগঠন ব্যক্তিগতভাবে এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। খবর বিডিনিউজের ও বাংলানিউজের।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে ডিরেক্টরস গিল্ড বলেছে, অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিনয়শিল্পী রুকাইয়া জাহান চমকের সাথে ডিরেক্টর গিল্ড বাংলাদেশের কোনো সদস্য আগামী ১ সেপ্টম্বর থেকে পরবর্তী তিন মাসের জন্য টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সব ধরনের নির্মাণকাজ থেকে বিরত থাকবেন।

এছাড়া অভিনেত্রী চমক আগামী ৩০ অগাস্টের মধ্যে নির্মাতার আর্থিক ক্ষতি যা হয়েছে সেটা পরিশোধ করবেন এবং তার করা মিথ্যা জিডি তুলে নেবেন, অন্যথায় গিল্ড নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বলে জানিয়েছে। সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অনন্ত হিরাসহ অন্যান্য নির্মাতারা। ডিরেক্টরস গিল্ডের লিখিত বক্তব্যে বলা হয়, যদি কোনো নির্মাতা ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অমান্য করে অভিযুক্ত অভিনয় শিল্পী রুকাইয়া জাহান চমককে নিয়ে কোনো প্রকার নির্মাণকাজে যুক্ত হন তাহলে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের গঠনতন্ত্রের ৭ এর ‘ক’ ধারা অনুযায়ী ওই নির্মাতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ২০১৬ সালে সুপারিশ সত্ত্ব্বেও হুক পয়েন্ট চার্জ থেকে বঞ্চিত হচ্ছে অফডকগুলো
পরবর্তী নিবন্ধরাজ-পরীর মারামারি ঠেকাতে গিয়ে আহত! যা বললেন তমা