বিশিষ্ট প্রচ্ছদশিল্পী, শিল্পনির্দেশক ও অভিনেতা সেলিম আহমেদ মারা গেছেন। গতকাল বুধবার সকাল ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হঠাৎ বুকে ব্যথা নিয়ে ১৭ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হন। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল এবং কিডনিও অকেজো হয়ে পড়েছিল। চিকিৎসকের বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম। তিনি জানান, কয়েক বছর আগেই সেলিম আহমেদের হার্টে রিং পরানো হয়েছিল। খবর বাংলানিউজের। রাজধানীর মগবাজারে পরিবার নিয়ে থাকতেন সেলিম আহমেদ। স্ত্রী, দুই ছেলেসহ অগণিত শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি। তার জন্ম রংপুর জেলায়। অভিনয় শুরু করেন এক দশক আগে। ‘জয়িতা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। গোলাম মুক্তাদিরের ‘লোটাকম্বল’ ধারাবাহিকসহ বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। পাশাপাশি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।












