জনপ্রিয় মার্কিন অভিনেতা ড্যানি মাস্টারসনকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই নারীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) এ রায় দেন লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালত। খবর বাংলানিউজের।
ড্যানি মাস্টারসনের বিরুদ্ধে তিন নারী ধর্ষণের অভিযোগ দায়ের করেন। ২০০৩ সালে ড্যানি তার হলিউড হিলসের বাড়িতে ডেকে নেন ২৩ বছর বয়সী এক নারীকে। সেখানে তাকে ধর্ষণ করেন। একই বছরের অক্টোবর ও ডিসেম্বরে এ ঘটনা ঘটে। একই বছর একই বাড়িতে ২৮ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ড্যানি। ২০০১ সালে ২৩ বছর বয়সী আরেক নারীকে ধর্ষণ করেন ড্যানি। এই নারী ড্যানির সাবেক প্রেমিকা। গত মে মাসের শুনানিতে দুই নারীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়।











