অবয়ব

শামীম ফাতেমা মুন্নী | রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৫০ পূর্বাহ্ণ

সময় এর কাছে জীবনের

সীমাহীন শিক্ষায়

কষ্ট নিকোনো মনের উঠোনে

মায়ার প্রলেপে

মিশে গেছেন তাঁরা

আমরণ নিশ্বাসে!

 

শ্রাবণের ধারা যার নাগাল

পায় না কখনো,

নয়নের নোনা জলে ভিজে

থাকা মুগ্ধতায়

আজীবন সেই বসবাস

স্নিগ্ধ বিশ্বাসে!

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর পথে
পরবর্তী নিবন্ধমরণ মাঝি ডাকবে একদিন