অবৈধ হকারদের উচ্ছেদ দাবি ব্যবসায়ীদের

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৮ পূর্বাহ্ণ

নিউ মার্কেট ও ফলমণ্ডি এলাকার মতো নগরীর অন্যান্য স্থানে ফুটপাত দখলকারী অবৈধ হকারদের উচ্ছেদের দাবি জানিয়েছে ৫টি মার্কেট ব্যবসায়ী সমিতি এবং বীর চট্টলার সচেতন ছাত্র ও যুবসমাজ নামের একটি সংগঠনের নেতৃবৃন্দ।

গত শুক্রবার এক যুক্ত বিবৃতিতে নগরীর ৫ মার্কেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এমন উদ্যোগে আমাদের সমর্থন, সহযোগিতা সবসময় থাকবে।

শুধু নিউ মার্কেট নয় শহরে গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেটের সামনে বিশেষ করে জিইসি, ষোলশহর জয়বাংলা উদ্যানের পাশে অবৈধ হকার উচ্ছেদ চাই। আমরা দোকান ভাড়া দিয়ে, লাখ লাখ টাকা পুঁজি ব্যয় করে টেক্স এবং ভ্যাট প্রদান করে ব্যবসা পরিচালনা করি। কিন্তু মার্কেটের সামনে বা আশেপাশে চকি ও ভ্যানগাড়ি বসিয়ে অবৈধভাবে হকার বসে আমাদের ব্যবসার ক্ষতিসাধন করে। ফুটপাত অবৈধ হকারদের দখলে কারণে মার্কেটে ক্রেতা সাধারণ প্রবেশ এবং বাহির হতে কষ্ট হয়, গাড়ি চলাচলে বিঘ্ন ঘটে। ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে।

বিবৃতিদাতারা হলেন, নগরীর জিইসি মোড় সেন্টাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোসতাক আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুবেল, সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী সমিতির সভাপতি অনুপ কুমার, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মিঠু, সানমার ওশান সিটি ওনার্স এসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার উদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ইউনেস্কো সিটি সেন্টার ওনাস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, ফিনলে স্কয়ার ওনার্স এসোসিয়েশনের সভাপতি আসাদ ইফতেখার উদ্দিন ও সাধারণ সম্পাদক মিয়া মো. দৌলত জুয়েল।

এদিকে গতকাল শনিবার বেলা ৩টায় যুবলীগ মহানগরের সহসভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বীর চট্টলার সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় স্টেশন রোড হয়ে কোতোয়ালী মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়স্থ শহীদ কামাল উদ্দীন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এতে মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপুর সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়হান নেওয়াজ সজীব, মারুফ আমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্‌, মো. ইসমাঈল, মো. শরীফ, সালাউদ্দিন, সোহেল রানা, অর্জুন দাশ, আবু নাসের জুয়েল, সারোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, মোশারফ আলী শাপলু, রমজান আলী, তানভীর বিন হাসান, নজরুল ইসলাম, আলী নুর রুবেল, মো. আরমান, মো. শোয়েব, বিভূ দেব নাথ, ইউসুফ সানি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঙালি সংস্কৃতির চর্চায় ফুটে উঠে আমাদের দেশাত্মবোধ
পরবর্তী নিবন্ধআলিয়ঁস ফ্রঁসেজে ভাষা নিয়ে গোলটেবিল আলোচনা ২০ ফেব্রুয়ারি