লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জায়গায় অবৈধভাবে দখল করে রাতারাতি তৈরি স্থাপনা সরিয়ে নিতে ৭২ ঘন্টা সময় দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)।
রোববার (১৯ মে) বিকেলে উপজেলার চুনতি ফোর সিজন এলাকায় এই অভিযান চালানো হয়।
জানা যায়, চুনতি ফোর সিজন এলাকায় মহাসড়কের জায়গা দখল করে জনৈক ব্যাক্তি রাতারাতি সওজের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফের নেতৃত্বে চুনতি পুলিশ ফাঁড়ির সহযোগিতায় একটি প্রতিনিধি দল অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং ৭২ ঘন্টার মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি সওজের জায়গায় অবৈধ স্থাপনার কথা স্বীকার করে বলেন, আমার নির্মাণাধীন স্থাপনা আমি সরিয়ে নিব। তবে আমার মত সওজের জায়গায় অহরহ স্থাপনা রয়েছে লোহাগাড়ায় তাদের বিষয়ে কোন বেবস্থা নেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্ন তুলেন তিনি।
অভিযানের বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবু হানিফ জানান, সওজের জায়গায় রাতারাতি স্থাপনা নির্মানের খবর পেয়ে দ্রুত সরজমিনে তদন্ত করে সড়ক ও জনপদ বিভাগের জায়গা হওয়ায় সাথে সাথে নির্মাণ কাজ বন্ধ করে দিই এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশনা প্রদান করি। লোহাগাড়া এলাকায় সওজের জায়গায় আরও অবৈধ স্থাপনা নির্মানের খবর পেয়েছি, যে কোন সময় অভিযান চালিয়ে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সম্প্রতি মহাসড়ক ৩ লেনে উন্নিত করণের জন্য অনুমোদন হয়েছে, খুব দ্রুত কাজ শুরু হবে বলেও জানান সওজের এই কর্মকর্তা।