চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ পটিয়া রেঞ্জের অভিযানে পটিয়ায় অবৈধ সেগুন কাঠ জব্দ ও অনুমোদনহীন একটি করাত কল বন্ধ ও এর যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে পটিয়া পৌরসদরের শাহ্ চান আউলিয়া মাজার গেইট সংলগ্ন আলম স’মিলে এ অভিযান পরিচালনা করা হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. সফিকুল ইসলামের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বনবিভাগের এফজি রফিকুল ইসলাম, ইফতিয়ার উদ্দিন, কাউছার, মহিউদ্দিন ও সাহাব উদ্দিন।
এ বিষয়ে পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান জানান, অবৈধ স’মিল চালানোর অপরাধে স’মিলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এছাড়া স’মিল থেকে অবৈধ বেশ কিছু সেগুনকাঠও জব্দ করা হয়। এ ঘটনায় পিওআর বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।