অবৈধ সম্পদ অর্জনে বাবরের মামলা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

| বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২০ at ৫:১৪ পূর্বাহ্ণ

চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি লুৎফুজ্জামান বাবরের অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারিক আদালত পরিবর্তনের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
একই সঙ্গে উচ্চ আদালতের এই আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন (মানিক) ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা। খবর বিডিনিউজের।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, লুৎফুজ্জামান বাবর আদালত পরিবর্তন করতে আসছিলেন। কিন্তু মামলাটি বিচারিক আদালতে একদম শেষ পর্যায়ে আছে। আদালত তিন পক্ষকে শুনে আবেদনটি খারিজ করে দিয়েছেন এবং বলেছেন এই আদেশটি পাওয়ার ৩০ দিনের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার জন্য।

পূর্ববর্তী নিবন্ধভুয়া পরোয়ানায় গ্রেপ্তার ঠেকাতে হাই কোর্টের ৭ দফা নির্দেশনা
পরবর্তী নিবন্ধপাঠ্যপুস্তকে বড় পরিবর্তন আসছে