রাউজানে বিদ্যুৎবাহী তারে জড়িয়ে মোহাম্মদ হাবিবুর রহমান শাহরিয়ার (২৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি পেশায় সিএনজি টেক্সি চালক। জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরি করে বিদ্যুৎ লাইন থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাবিবুর রহমান শাহরিয়ার। এই ঘটনা দেখে বিদ্যুৎস্পৃষ্ট হাবিবকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আবুল হাসনাত সায়মন (২১) ও আখতারুজ্জামান বাবু (২৬) নামে আরো দুই যুবক। নিহত হাবিব রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের সানাউল্লাহ বাড়ির প্রয়াত মো. বাবুর ছেলে। সায়মন ওই এলাকার ফজল আলী সারাং বাড়ির মাওলানা আবুল কালামের ছেলে।
ঘটনা জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর সহকারী প্রকৌশলী মুন্সি নুর মোহাম্মদ আশেক এলাহি বলেন, এই ধরনের কোনো ঘটনার কথা আমরা শুনি নাই।