অবৈধ মোবাইল ফোন বন্ধের নির্দেশ

| বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৩৮ পূর্বাহ্ণ

বছর দুয়েক আগে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল এবার তা বাস্তবায়ন করতে চায় সরকার। গতকাল মঙ্গলবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এক বৈঠকে বিটিআরসি কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, এদিন সকালে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী পলক। দেশে উৎপাদিত, সংযোজিত ও আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ডেটাবেজ এবং স্বয়ংক্রিয় নিবন্ধনের ব্যবস্থা বিটিআরসিতে রয়েছে উল্লেখ করে তিনি নিবন্ধনহীন মোবাইল ফোন বন্ধে পদক্ষেপ নিতে বলেন। পাশাপাশি ‘পরিচয়’ শনাক্ত নিশ্চিত করার সেবাকে আরও সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। খবর বিডিনিউজের।

এর আগে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তি দিয়ে বিটিআরসি জানিয়েছিল, ১ জুলাই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রারের (এনইআইআর) কার্যক্রম শুরু হয়েছে। ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে যুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তবে অক্টোবরে গিয়ে সরকার জানায়, ‘মানুষের ভোগান্তির কথা চিন্তা করে’ নেটওয়ার্কে যুক্ত কোনো হ্যান্ডসেট আপাতত বন্ধ হচ্ছে না। এর দুই বছর পর আবারও অবৈধ মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত নিল সরকার।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ৬৪ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
পরবর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় আসতে অন্ধকার গলি খুঁজছে : প্রধানমন্ত্রী