অবৈধ বিদ্যুৎ সংযোগ, ৭ জনকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

দোহাজারী-সাতকানিয়া

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২৩ জুন, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪টি মামলায় ৭ জনকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশের দোহাজারী পৌরসভা ও সাতকানিয়ার নলুয়া এলাকায় দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন যুগ্ম জেলা জজ আইরিন পারভীন। অভিযানে ১৪ লাখ ৫২ হাজার ৬২০ টাকা বকেয়ার দায়ে ২৫টি মামলাও করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাশ, উপসহকারী প্রকৌশলী কামরুল হাসান এবং পুলিশের একটি টিম।

আবাসিক প্রকৌশলী নয়ন কুমার দাশ জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ৪টি মামলায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ১৪ লাখ ৫২ হাজার ৬২০ টাকা বকেয়ার দায়ে ২৫টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ২৫টি মামলা করে তাৎক্ষণিকভাবে তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বসতঘরে বন্যহাতির আক্রমণ
পরবর্তী নিবন্ধকুমিল্লায় ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা পর ছুটল কর্ণফুলী এক্সপ্রেস