অবৈধ বালু উত্তোলন, ৫টি বাল্কহেডসহ আটক ১৬

চান্দগাঁও ও বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযান

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা চান্দগাঁও থানাধীন কালুরঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ ১১ জনকে আটক করা হয়।

একইদিন দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন সাংগুর সদস্যরা বাঁশখালী থানাধীন শঙ্খ নদীর মোহনায় আরেকটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ২টি ড্রেজার সংযুক্ত বাল্কহেডসহ আরও ৫ জনকে আটক করা হয়। জব্দ বাল্কহেড ও আটক ব্যক্তিদের সদরঘাট নৌ থানা এবং আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামউলহক বলেন, বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও জনবসতি রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবন্দরের অতিরিক্ত ট্যারিফ এক মাস পেছাচ্ছে
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচারকালে বিপুল নিত্যপণ্য ভর্তি ট্রলারসহ আটক ১০