অবৈধ বসবাসকারীরা ছাড়ছে আলীনগর

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৩ আগস্ট, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সলিমপুরস্থ আলীনগরের অবৈধ বসবাসকারীরা অবশেষে ভিটেমাটি ছাড়তে শুরু করেছে। জঙ্গল সলিমপুরের আলীনগরে অবৈধভাবে বসবাসকারীদের সরে যেতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এ বিজ্ঞপ্তি জারির পর আলীনগর হতে ২৭টি পরিবার দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র নিয়ে বের হয়ে গেছে। এ ছাড়া আরও ১৯টি পরিবার নিজেদের মালিকানার প্রয়োজনীয় নথিপত্র উপজেলা ভূমি অফিসে দাখিল করেছে।
সরেজমিনে দেখা যায়, ৫টি ট্রাক ভর্তি মালামাল নিয়ে ৪টি পরিবার আলীনগর থেকে বের হয়েছে। সরকার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগরকে নিয়ে মহাপরিকল্পনা গ্রহণ করার পর থেকে যখন একের পর এক অভিযান চলছে এবং নিয়মিত প্রশাসনের যাতায়াত বেড়ে গেছে তখনই এখানকার অবৈধ বসবাসকারীদের জানা হয়ে গেছে এ জায়গায় তাদের থাকার দিন শেষ হয়ে এসেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, আলীনগরে বসবাসকারী বৈধ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশ ও প্রতিবেশকে অক্ষুণ্ন রেখে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ধারণা করা হচ্ছে, যারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ও অবৈধ কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত তারা ধীরে ধীরে আলীনগরের সন্ত্রাসীদের বলয় থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে ফিরছে।

পূর্ববর্তী নিবন্ধনৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে ২০ লাখ টাকা আত্মসাৎ
পরবর্তী নিবন্ধমুরগি ২১০, ডিম ১৫০