অবৈধ পার্কিং, আট কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:৩৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকাচট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে অভিযান পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দায়ে ৮টি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সহযোগিতায় ছিল হাইওয়ে পুলিশের একটি টিম। অভিযান সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে মানুষ যেন মহাসড়কে দুর্ভোগে না পড়ে সেজন্য অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সোনাইছড়ি ইউনিয়ন এলাকার ঢাকাচট্টগ্রাম মহাসড়কের উভয়পাশে অবৈধভাবে গড়ে ওঠা পার্কিংগুলোতে দাঁড়িয়ে থাকা ৮টি কাভার্ডভ্যানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, যানজট নিরসন ও নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে সামগ্রিকভাবে সবাই সচেতন হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর থানার হত্যা মামলার আসামি সহযোগীসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযৌথ বাহিনীর অভিযান বান্দরবানে কেএনএফ সদস্যের লাশ উদ্ধার