অবৈধ ইটভাটা বন্ধে আজ থেকে অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নের জন্য চট্টগ্রামে অবৈধ সব ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ মঙ্গলবার সাতকানিয়া উপজেলায় অভিযান শুরুর মধ্য দিয়ে লাইসেন্সবিহীন সব ইটভাটা বন্ধে পদক্ষেপ শুরু হচ্ছে। এর আগে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে চট্টগ্রামের উপজেলাগুলোতে ৭৬টি ইটভাটায় অভিযান চালানো হলেও মাত্র ২৫টিকে উচ্ছেদ, ১১টিকে ফুঁটো এবং ৪০টিকে জরিমানা করা হয়।
এদিকে উচ্চ আদালতের গত ১৪ ডিসেম্বরের লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা বন্ধের আদেশ স্থগিত করার জন্য পরবর্তীতে চট্টগ্রামের রাউজানের ২৩টি ইটভাটা মালিক সুপ্রিমকোর্টের আপীল বিভাগে আবেদন করেন। কিন্তু আপীল বিভাগের জজ হাইকোর্টের আদেশ স্থগিত না করে আবেদনটি শুনানির জন্য আগামী ২৯ আগস্ট সময় নির্ধারণ করেন।
অন্যদিকে হাইকোর্টের আদেশ সম্পূর্ণ পালন না করায় চট্টগ্রাম জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন রিটকারী আইনজীবী। পরে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ক্ষমা প্রার্থনা করে আদেশ বাস্তবায়নের সময় চাইলে হাইকোর্ট আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখের মধ্যে আদেশ বাস্তবায়নের নির্দেশ দেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক মো. জমির উদ্দিন জানান, উচ্চ আদালতের নির্দেশে লাইসেন্সবিহীন অবৈধ সব ইটভাটা বন্ধে ৯ জানুয়ারি (আজ) থেকে লাগাতার অভিযান পরিচালিত হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রয়োজনীয়গুলো আইনে পরিণত করে বাকিগুলো বাতিলের নির্দেশ
পরবর্তী নিবন্ধলামায় এক মহিলাকে কুপিয়ে হত্যা করল আরেক মহিলা