বাঁশখালীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ ইটভাটা কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুরের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েক শতাধিক নারী–পুরুষ অংশগ্রহণ করেন।
নুরুদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে জালাল উদ্দিন, মোস্তাফিজ, সুর আহমদ, আইয়ুব আলী, হোসেন আমিন, দিদার আলম, আমির হোসেন, কাশেম, জয়নালসহ স্থানীয়রা বলেন, বিগত আওয়ামী স্বৈরাচার সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে স্থানীয় অসহায় মানুষের জায়গা জোরপূর্বক দখল অবৈধ ইটভাটা তৈরি করা হয়। ঘনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা নির্মাণ করায় এলাকার পরিবেশ ধ্বংসের পাশাপাশি অসহায় মানুষের শত শত একর জায়গাও ধ্বংস করে দেওয়া হয়েছে। এতে লাখ লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার কয়েক শতাধিক কৃষি পরিবার। অবিলম্বে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মানববন্ধনে উপস্থিত সর্বসাধারণ। প্রেস বিজ্ঞপ্তি।












