অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের উদাসীনতা জনমনে অসন্তোষ সৃষ্টি করেছে

কক্সবাজারে প্রতিনিধি সমাবেশে মুহাম্মদ শাহজাহান

| বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ at ৮:০৮ পূর্বাহ্ণ

কক্সবাজার শহর ও সদর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের দৃশ্যমান উদাসীনতা জনমনে গভীর অসন্তোষ সৃষ্টি করেছে। এর ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। তিনি বলেন, কক্সবাজারসহ সারাদেশে অবৈধ অস্ত্রের বিস্তার সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। অথচ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ ও নিয়মিত অভিযান পরিলক্ষিত হচ্ছে না। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল বুধবার তিনি কক্সবাজারে জামায়াতের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, জেলা নায়েবে আমির মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, কক্সবাজার ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোছাইন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলবণ আমদানি স্থগিতের দাবি
পরবর্তী নিবন্ধমানুষের কল্যাণ করার মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত