অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে

চান্দগাঁও থানা জামায়াতের বৈঠকে নগর আমির

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করার জন্য কিশোর গ্যাংসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ও প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে। সমাজে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দিন দিন বেড়ে যাচ্ছে, যা দেশের ভবিষ্যৎ প্রজন্ম ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। গতকাল শুক্রবার চান্দগাঁও থানা জামায়াতের স্থানীয় কার্যালয়ে কর্মপরিষদ বৈঠকে প্রধান অতিথি বক্তব্য তিনি এসব কথা বলেন। চান্দগাঁও থানা আমির মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন, চান্দগাঁও থানার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমর গণিসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ছাত্রদের সজাগ ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধআজ অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী